ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গমবোঝাই ট্রাকে দূর্বৃত্তদের আগুন 

সিরাজগঞ্জে গমবোঝাই ট্রাকে দূর্বৃত্তদের আগুন 

বঙ্গবন্ধু সেতু পশ্চিপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি মফিজ মোড় নামকস্থানে গমবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশের তৎপরতা আরো জোরদার করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আলোকিত বাংলাদেকে জানান, রোববার গভীর রাতে গমবোঝাই একটি ট্রাক বগুড়া যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। এ ট্রাক উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে এবং মহাসড়ক পথে পুলিশের তৎপরতা আরো জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,ট্রাক,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত